ছুরিকাঘাতে স্ত্রী নিহত, প্রাক্তন স্বামীর দোষ স্বীকার
রাজধানী মিরপুর শাহ আলী বোটানিক্যাল গার্ডেনে ছুরিকাঘাতে স্ত্রী তুলিকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতক প্রাক্তন স্বামী সাইদুল ইসলাম।
সোমবার (২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তার জবানবন্দি রেকর্ড করেন।
বিজ্ঞাপন
এদিন আসামি সাইদুলকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এমদাদুল হক তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের শাহ আলী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তুলি সাইদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। গত তিন মাস আগে সাইদুল ও তুলির মাঝে বিবাহ বিচ্ছেদ হয়। তবে তুলিকে নিয়ে সাইদুল আবারও সংসার করবে বলে জানায়। নতুন করে সংসার করার আলোচনা করতে রোববার বোটানিক্যাল গার্ডেনে তুলিকে ডেকে আনে সাইদুল। আলোচনার একপর্যায়ে দুই জনের মধ্যে কথা-কাটাকাটি হলে সাইদুল তুলিকে ছুরিকাঘাত করে হত্যা করে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ঘাতক সাইদুলকে ওইদিন গ্রেপ্তার করে শাহ আলী থানা পুলিশ।
এনআর/এফকে