বিএনপির ‘ইউনিয়ন পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কর্তব্য-কাজে বাধা এবং নাশকতার অভিযোগের ১৪ মামলায় বিভিন্ন জেলার ৬৪৭ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আসামিদের এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল, কামাল হোসেন, মীর হেলাল, শফিউল আলম মাহমুদ, রুকনুজ্জামান সুজা, আবিদুর রহমান, সেলিম মিয়া, উজ্জ্বল হোসেন, শাহ নাভিলা কাশফী, কে আর খান পাঠান প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি শাহীন আহমেদ খান, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, মো. শাহনেওয়াজ ও আনিসুর রহমান।

পরে বিএনপি নেতাকর্মীদের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকারবিরোধী গণতন্ত্রপন্থি শক্তিকে মোকাবিলা করার জন্য সারাদেশে গণ মামলা করে চলছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে পুলিশের কর্তব্য কাজে বাধা এবং নাশকতার অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা শতাধিক মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ময়মনসিংহ, নেত্রকোণা, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা ও জামালপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা এসব মামলায় বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এসব মামলার মধ্যে আজ ১৪টি মামলায় ৬৪৭ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি বিভাগীয় সমাবেশ, বিক্ষোভ, গণ অবস্থান কর্মসূচি ও গণ মিছিল পালন করেছে। এর ধারাবাহিকতায় গত ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি পালন করা হয়। ওই দিন পদযাত্রার কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ও নাশকতার অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা শতাধিক মামলা দায়ের করে। মামলায় বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।

এমএইচডি/এসএম