সুপ্রিম কোর্টের ফটোগ্রাফার কবি মো. সাখাওয়াত হোসেনের লেখা প্রথম বই ‌‘কলমের কথা’র মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার সুপ্রিম কোর্টর মূল ভবনে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

একুশে বইমেলা উপলক্ষে বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সহজ প্রকাশ। একুশে বই মেলায় গ্রন্থরাজ্য প্রকাশনীর ৪৩৩ ও ৪৩৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

সাখাওয়াত হোসেন তার ‘কলমের কথা’ কবিতার বইটিতে জীবনের অতীত স্মৃতি, বাস্তব অভিজ্ঞতা, সমাজের অসঙ্গতি, পাওয়া না পাওয়া, হাসি কান্না, দুঃখ- ক্লেদ আর জয় পরাজয়ের কথা তুলে ধরেছেন।

মো. সাখাওয়াত হোসেন সুপ্রিম কোর্টের ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সমতা থিয়েটারের ও কারক নাট্য সম্প্রদায়ের নাট্যকর্মী। তার জন্ম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে।

এমএইচডি/ওএফ