‘কলমের কথা’র বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের ফটোগ্রাফার কবি মো. সাখাওয়াত হোসেনের লেখা প্রথম বই ‘কলমের কথা’র মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সোমবার সুপ্রিম কোর্টর মূল ভবনে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
একুশে বইমেলা উপলক্ষে বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সহজ প্রকাশ। একুশে বই মেলায় গ্রন্থরাজ্য প্রকাশনীর ৪৩৩ ও ৪৩৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
সাখাওয়াত হোসেন তার ‘কলমের কথা’ কবিতার বইটিতে জীবনের অতীত স্মৃতি, বাস্তব অভিজ্ঞতা, সমাজের অসঙ্গতি, পাওয়া না পাওয়া, হাসি কান্না, দুঃখ- ক্লেদ আর জয় পরাজয়ের কথা তুলে ধরেছেন।
বিজ্ঞাপন
মো. সাখাওয়াত হোসেন সুপ্রিম কোর্টের ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সমতা থিয়েটারের ও কারক নাট্য সম্প্রদায়ের নাট্যকর্মী। তার জন্ম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে।
এমএইচডি/ওএফ