নারী চিকিৎসককে শ্লীলতাহানির মামলায় এক আসামি রিমান্ডে
রাজধানীর লালবাগে গভীর রাতে প্রাইভেটকারে তুলে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় রাব্বি হাসান খান নামে এক আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি রাব্বি হাসান ও নাজমুল হাসানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক আনিছুর রহমান।
বিজ্ঞাপন
আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালত আসামি রাব্বির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি নাজমুলের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী ওই চিকিৎসক হাসপাতালের দায়িত্ব পালন শেষে রিকশায় লালবাগের বাসায় ফিরছিলেন। রিকশায় তার সঙ্গে ছোট ভাইও ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে তাদের রিকশার গতিরোধ করে। তখন আসামিরা গাড়ি থেকে নেমে তাকে রিকশা থেকে টেনে নামায়। তারা সবাই তার পূর্বপরিচিত। তিনি রাস্তায় কথা বলতে চাইলে আসামিরা তাকে জোরপূর্বক টেনে গাড়ির ভেতরে নিয়ে পেছনের আসনে বসায়। এ সময় আসামিরা তার ছোট ভাইকে রিকশা থেকে লাথি মেরে ফেলে দেয়।
তিনি চিৎকার দিলেও আশেপাশে কেউ ছিল না। পরে তিনি গাড়ির দরজা দিয়ে নিচে পড়ে গেলে পাশের গ্যারেজের লোকজন এসে তাকে উদ্ধার করে। আসামিদের হামলা ও মারধরে ভিকটিমের কাপড় ছিঁড়ে যায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হন।
এ ঘটনায় ১ মার্চ ভুক্তভোগী নারী ৪ জনকে আসামি করে লালবাগ থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন, মেহেদি হাসান আকাশ ও মশিউর।
এনআর/এসকেডি