সুপ্রিম কোর্টে সাদা প্যানেলের নির্বাচন পরিচালনায় কমিটি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ। সদস্য সচিব হিসেবে ব্যারিস্টার মিজান সাঈদ ও যুগ্ম সদস্য সচিব হিসেবে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজকে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস এ কমিটির ঘোষণা দেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী ঘোষণা করা হয়। সভাপতি পদে বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক প্রার্থী হিসেবে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলালের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মনোনীত অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, হারুনুর রশিদ।
কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত ৭ প্রার্থী হলেন, মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ও ১৬ মার্চ বার নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২৩ ফেব্রুয়ারি সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল এ তফসিল ঘোষণা করেন।
কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদ-সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএইচডি/এসকেডি