বিচার চাইতে হাইকোর্টে সৌদি প্রবাসী তোঁতা মিয়া
ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তিন বিঘা ফসলি জমি নষ্ট করায় সে বিচার চেয়ে হাইকোর্টে এসে ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন ফরিদপুরের ভাঙ্গার মো. তোঁতা মিয়া। তিনি সৌদি প্রবাসী।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের করিডোরে ব্যানার হাতে দাঁড়ান তিনি।
বিজ্ঞাপন
তোঁতা মিয়া বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তিন বিঘা ফসলি জমি নষ্ট করেছে আমাদের এলাকার কায়েস শেখ। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছি। এখন আদালতের কাছে ন্যায়বিচার চাই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মিটিং মিছিলে বক্তব্য দিয়ে বলেছিলেন ফসলি জমি নষ্ট করে বাসাবাড়ি নির্মাণ করা যাবে না। শুনেছি প্রত্যেক উপজেলায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এখন তদন্ত কমিটি কোথায়? ২০১৭ সালে কায়েস শেখ, ফসলি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের ব্যবসা শুরু করেছে। সে ব্যবসায় বাধা দেওয়ার কারণে ৪ বছর ধরে তিন বিঘা জমিতে ফসল ফলাতে দিচ্ছে না। আমার পরিবারের ওপর জুলুম ও নির্যাতন করছে। আইনের কোনো সহযোগিতা পাচ্ছি না। এ কারণে আদালতে বিচার চাইতে এসেছি।
বিজ্ঞাপন
এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম তাকে বিনা পয়সায় আইনি সহায়তার আশ্বাস দেন।
এমএইচডি/জেডএস