রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন– মো. সোহাগ আলী ও আজাদুল ইসলাম ওরফে আজাদ।

সোমবার (১ মে) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. নূর আলম সিদ্দিক। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রনপ কুমার বিষয়টি জানিয়েছেন।

এর আগে রোববার (৩০ এপ্রিল) রাজধানীর প্রগতি সরণি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পরিবহনকাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এ ঘটনায় বাড্ডা থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

এনআর/এসএসএইচ/