নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ মে) তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে রিমান্ড বাতিলের জন্য আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী।

আদালতের শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দীন বিষয়টি জানিয়েছেন।

এর আগে, সোমবার (১ মে) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে ২০২১ সালের ১৮ আগস্ট শেরেবাংলা নগর থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।

এনআর/কেএ