চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় মো. জহির (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় ঘোষণা করেন। এসময় আদালতে আসামি জহির উপস্থিত ছিলেন না।

মো. জহির কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তার বাবার নাম মো. ইউসুফ। রায়ের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং থেকে মো. জহিরকে গ্রেপ্তার করে র‍্যাব। এসময় তার কাছ থেকে ১৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর আসামি জহিরের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। বিচারিক প্রক্রিয়ায় মামলাটিতে ৭ জন সাক্ষ্য দেয়।

এমআর/জেডএস