চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া মাদক মামলায় মোহাম্মদ আয়াছ (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডিত আয়াছ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মোহাম্মদ আয়াছের গ্রামের বাড়ি কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকায়। তার বাবার নাম আবুল কালাম।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, ২০২০ সালের ৪ মে নগরের চান্দগাঁও এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আয়াছকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২২ সালের ৬ মার্চ আয়াছের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। পরে বিচারিক প্রক্রিয়া শেষে রোববার রায় ঘোষণা করা হয়।

এমআর/এমএ