আরবোভাইরাসের নামে লাইভ শো না করতে সুহার্তো শেরিফকে লিগ্যাল নোটিশ
সুহার্তো শেরিফ।
জনপ্রিয় রক ব্যান্ড আরবোভাইরাস-এর নামে ব্যক্তিগত নিজস্ব কোনো লাইভ শো, গান প্রকাশসহ পরিবেশন থেকে বিরত থাকতে ব্যান্ডটির গিটারিস্ট সুহার্তো শেরিফকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২৫ জুন) ব্যান্ড সদস্য মোহাম্মদ আসিফ আসগর, আহমেদ আদনান আলম, মোহাম্মদ নাফীজ আল আমিন ও আশরাফুজ্জামান ইউসুফীর পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট জাহিদ হাসান ফাহাদ।
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়, আরবোভাইরাস ব্যান্ড বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত ও প্রথিতযশা ব্যান্ডের মধ্যে অন্যতম। আমার সম্মানিত মক্কেল মোহাম্মদ আসিফ আসগর এবং অন্যান্য ব্যান্ড সদস্যরা এ ব্যান্ড ২০০১ সালে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে আশরাফুজ্জামান ইউসুফী এবং আহমেদ আদনান আলম এবং মোহাম্মদ নাফীজ আল আমিন যুক্ত হওয়ার পর নিজ নিজ পরিশ্রম, মেধা এবং সৃজনশীলতার মাধ্যমে জনমনে জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, নোটিশগ্রহীতা সুহার্তো শেরিফ আরবোভাইরাস ব্যান্ডের মূল সদস্যদের অনুমতি ব্যতীত এ ব্যান্ডের নামে নিজের লাইভ শোতে গান পরিবেশন করছেন ও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ব্যান্ডের টাইটেল ও লোগো ব্যবহার করার বাণিজ্যিক চুক্তি করেছেন।
বিজ্ঞাপন
বর্তমানে আরবোভাইরাস ব্যান্ডটি মোহাম্মদ আসিফ আসগর, আহমেদ আদনান আলম, মোহাম্মদ নাফীজ আল আমিন ও আশরাফুজ্জামান ইউসুফীর দ্বারা দেশের বিদ্যমান আইন অনুযায়ী গঠিত এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর কর্তৃক এম/এস আরবোভাইরাস হিসেবে রেজিস্ট্রিকৃত।
সুহার্তো শেরিফের এ ব্যান্ডের নামে নিজস্ব গানের লাইভ শোতে গান পরিবেশন, যেকোনো প্রকার গান প্রকাশ, গান বা অ্যালবাম রেকর্ডিং অথবা যেকোনো প্রকার অডিও ভিজ্যুয়াল প্রচার, প্রকাশ ও পরিবেশনের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের চুক্তি করলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং এমন কাজ দেশের বিদ্যমান আইনানুযায়ী প্রতারণার শামিল।
এছাড়াও বিভিন্ন সময়ে দেশের গণমাধ্যমসহ অন্যান্য সংশ্লিষ্ট মাধ্যমে আরবোভাইরাস ব্যান্ড এবং তাদের পরিবারকে নিয়ে বিষেদগার, অসত্য বক্তব্য, ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অপকৌশলে সাবেক সদস্য হিসেবে বক্তব্য দেওয়াকে মানহানিকর এবং ব্যান্ডের জন্য অপূরনীয় ক্ষতির কারণ বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশ প্রাপ্তির দিন থেকে আরবোভাইরাস-এর নামে ব্যক্তিগত নিজস্ব কোনো লাইভ শো, গান প্রকাশ, পরিবেশন থেকে বিরত থাকাসহ কোনো চুক্তি করে থাকলে তা বাতিল করতে বলা হয় সুহার্তো শেরিফকে। অন্যথায় তার বিরুদ্ধে দেশের বিদ্যমান দেওয়ানী ও ফৌজদারি আইন অনুযায়ী আদালতের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এনআর/এফকে