রাজধানীতে কিশোর খুন: তিন আসামির রিমান্ড চায় পুলিশ
নিহত অন্তর/ সংগৃহীত ছবি
রাজধানীর সূত্রাপুর থানার ফরাশগঞ্জ ঘাটে অন্তর (১৫) হত্যা মামলায় তিন কিশোরকে ১০ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) সূত্রাপুর থানার উপপরিদর্শক ও মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল্লা এ আবেদন করেন।
জানা গেছে, কিশোর অন্তর হত্যা মামলায় অভিযুক্ত তিন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ বিষয়ে শুনানির জন্য শিশু আদালতে মামলাটি পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে এ তিন কিশোরকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্তরা হল: সাজ্জাদ, প্রান্ত ও ফেরদৌস।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টায় গুরুতর আহত অবস্থায় অন্তরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায় ঢাকা পোস্টকে বলেন, সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ফেরদৌস, সাজ্জাদ ও প্রান্তসহ কয়েকজন অন্তরের পেটে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা শাহাদাৎ হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে সূত্রাপুর থানায় মামলা করেন।
বিজ্ঞাপন
টিএইচ/এসকেডি