রাজধানীর যাত্রাবাড়ীতে চুরি করতে গিয়ে বাসায় ঢুকে তাজুল ইসলাম আকন (৪০) নামের ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মো. হৃদয় নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৪ এর বিচারক খন্দকার এ.টি.এম. তোফায়েল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

রায়ের আগে হৃদয়কে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শাহ আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ১৯ জুলাই দুপুর দেড়টার দিকে তাজুল ইসলাম বাসায় ফেরেন। এসে দেখেন রুমের তালা ভাঙা। ভেতরে তিনি হৃদয়কে দেখতে পান। তিনি চোর, চোর বলে চিৎকার করেন। তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে হৃদয় তাজুল ইসলামকে ছুরিকাঘাত করেন। তাজুল ইসলামের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। সিঁড়ি দিয়ে দৌড়ে পালানোর সময় হৃদয়কে ধরে ফেলে প্রতিবেশীরা। তাজুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন নিহতের ভাই নুরুল ইসলাম যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। ২০২২ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

জানা যায়, তাজুল বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার প্রয়াত আ. মালেক আকনের ছেলে। রাজধানীর শনিরআখড়ার গোবিন্দপুর হাজী মসজিদ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সেখানে তার একটি ফার্মেসি রয়েছে। তিনি পরিবার নিয়ে থাকতেন।

এনআর/এমএ