‘মাই লর্ড’ সম্বোধন না করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। এর বিকল্প হিসেবে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করতে বলেছেন তারা।

মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।

বেঞ্চের বিচারকাজ শুরু হলে জ্যেষ্ঠ বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে। আজ থেকে মাই লর্ড/লর্ডশিপ নয়, ইওর অনার বা স্যার সম্বোধন করবেন। এসময় উপস্থিত সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান বলেন, সম্মানার্থে এটা সম্বোধন করা হয়। তখন আদালত বলেন, ইওর অনার বা স্যার সম্বোধন করলেও আমরা সম্মানিত বোধ করব।

পরে বেঞ্চের এক কর্মকর্তা এ সংক্রান্ত নোটিশও জারি করেন। নোটিশে বলা হয়েছে, ‘অত্র বেঞ্চে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের ‘মাই লর্ড’ এর স্থলে ‘ইউর অনার/স্যার সম্বোধন করার নির্দেশ প্রদান করা হইলো।’

এ বিষয়ে জানতে চাইলে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি শুনেছেন বলে জানান। সুপ্রিম কোর্টের বিচারকদের সম্বোধনের কোনো নিয়ম বা নীতিমালা আছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনি। তবে আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের বিধিমালায় বিচারকদের ‘মাই লর্ড’ সম্বোধনের কোনো বিধান নেই বলে জানা গেছে।

এমএইচডি/এমজে