সাঈদ আহমেদ টিপু হত্যার মামলায় দীর্ঘ ১০ বছর পর দুজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) ঢাকার জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক বেগম চমন চৌধুরী তাদের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষীরা হলেন: টিপুর ভাই আনিস আহমেদ ও সৈয়দ মো. শাহরিয়ার।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ার শাহাদাত শাওন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সবশেষ ২০১১ সালে এ মামলায় ট্রাইবু নালে হাজির হয়ে সাক্ষ্য দেন সাক্ষীরা। এ পর্যন্ত ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৩ মার্চ রাজধানীর খিলক্ষেত এলাকায় হত্যা করা হয় টিপুকে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০০২ সালের ২২ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. মকবুল হোসেন ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
 
অভিযোগপত্রে আসামিরা হলেন,শীর্ষ তালিকাভুক্ত অপরাধী সানজিদুল ইসলাম ইমন, মোহাম্মদ ইসলাম মুন্না,শামসুর রহমান মোনা, আনিসুর রহমান জাভেদ, তারেক সাইফ মামুন ও সাগর হোসেন ওসমান।

২০০৩ সালের ১০ ডিসেম্বর ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে বিচার চলাকালে ওসমান মারা যান। এছাড়া সানজিদুল ইসলাম ইমন,শামসুর রহমান মোনা, আনিসুর রহমান ও তারেক সাইফ মামুন বর্তমানে জামিনে রয়েছেন। মুন্না ও জাভেদ নামে দুই আসামি পলাতক। 

টিএইচ/এসকেডি