রিমান্ড শেষে কারাগারে নিপুন রায়
নিপুন রায় চৌধুরী
বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর আসামি হাজি আরমান হোসেনের বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস তাদের তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ২৯ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ দুজনের বিরুদ্ধে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
গত ২৮ মার্চ বিকেলে রাজধানীর রায়েরবাজারে নিজ বাসা থেকে নিপুন রায়কে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। পরে র্যাবের পক্ষ থেকে বলা হয়, নিপুন রায় রাজধানীসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করা হবে বলেও র্যাব জানায়।
টিএইচ/ওএফ