আদালত চলবে কি না, সিদ্ধান্ত রাতে
সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া কঠোর নিষেধাজ্ঞার মধ্যে সুপ্রিম কোর্টসহ সব আদালত চলবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত আসবে রাতে।
রোববার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র ঢাকা পোস্টকে জানায়, সন্ধ্যা ৭টার দিকে প্রধান বিচারপতি আপিল বিভাগের সব বিচারপতি ও হাইকোর্ট বিভাগের সিনিয়র বিচারপতিদের নিয়ে বৈঠকে বসবেন। ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে রোববার সকালে প্রধান বিচারপতি বলেছেন, সাংবিধানিক কোর্ট (উচ্চ আদালত) কখনও বন্ধ থাকতে পারে না। করোনা পরিস্থিতিতেও ভারতের সাংবিধানিক কোর্ট কখনও বন্ধ থাকে না।
আপিল বিভাগের ভার্চুয়ালি শুনানির সময় প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। কঠোর নিষেধাজ্ঞার সময়ে আপিল বিভাগের কার্যক্রম চলবে কি না, সিনিয়র আইনজীবীরা আদালতের কাছে জানতে চাইলে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। এ সময় সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, প্রবীর নিয়োগসহ অন্যান্য আইনজীবীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
করোনাসহ যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে বিচারকাজ অব্যাহত রাখতে ২০২০ সালের ৯ মে রাষ্ট্রপতি আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করেন। গত বছরের ১০ মে থেকে ভার্চুয়ালি আদালতে বিচারকাজ শুরু হয়। পরে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে জাতীয় সংসদে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল- ২০২০ পাস করে। আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন পাসের কারণে ভবিষ্যতেও দেশের যেকোনো বিশেষ পরিস্থিতিতে শারীরিক উপস্থিতি ব্যতিত ভার্চুয়ালি আদালত পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।
এমএইচডি/জেডএস