আদেশের পর আদালতের প্রতি অনাস্থার সুযোগ নেই : হাইকোর্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আক্রমণাত্মক বক্তব্য ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম থেকে সরানোর আদেশের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, আদেশ দেওয়ার পর বেঞ্চের বিরুদ্ধে অনাস্থার আবেদন আনার কোনো সুযোগ নেই।
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে গত ২৮ আগস্ট দেওয়া এ আদেশ আজ সোমবার (১১ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
এই আদেশ দেওয়াকে কেন্দ্র করে ওইদিন সংশ্লিষ্ট বেঞ্চের এজলাস কক্ষে হট্টগোলের ঘটনা ঘটে। এসময় এজলাস ছেড়ে যান বিচারকরা, বন্ধ থাকে বিচার কাজ।
সেদিনের বিষয়টি উল্লেখ করে হাইকোর্টের আদেশে বলা হয়েছে, দুইপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের আদেশ দান করা হয়। এই আদেশ দানের পর এই বেঞ্চের বিরুদ্ধে অনাস্থা এনে আদেশ রিকল (প্রত্যাহার) করার আবেদন জানায় আবেদনেরপক্ষের আইনজীবীরা।
বিজ্ঞাপন
হাইকোর্ট বলেছেন, এই মামলায় পক্ষভুক্ত হতে করা আবেদন গত ২৪ আগস্ট খারিজ করা হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়া হয়েছে। কিন্তু হাইকোর্টের আদেশের উপর কোনো ধরনের অন্তর্বর্তীকালীন আদেশ আইনজীবীরা দেখাতে পারেননি। এছাড়া আইনের দৃষ্টিতে পলাতক হওয়ার তারেক রহমানের পক্ষে শুনানি করার কোনো সুযোগ নাই।
আদালত আরও বলেছেন, যেহেতু উভয়পক্ষের উপস্থিতিতে আদেশ দেওয়া হয়েছে সেহেতু তা রিকল করার সুযোগ নেই। এছাড়া আদেশদানের পর বেঞ্চের বিরুদ্ধে অনাস্থা আবেদন আনারও কোনো সুযোগ নেই।
এমএইচডি/এমজে