ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
ভুক্তভোগী আজিজুর রহমান/ছবি : সংগৃহীত
চট্টগ্রাম আদালত থেকে জারি হওয়া একটি ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার এবং কারাগারে যাওয়া আসামি আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞার আদালত এ আদেশ দেন।
একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
জামিনপ্রাপ্ত আজিজুর রহমান ঢাকা জেলার সাভার থানার ফিরিঙ্গী কান্দা এলাকার গেদু মিয়ার ছেলে।
আদালত সূত্র জানায়, সাভার থানায় দায়ের হওয়া একটি মামলায় ২৬ আগস্ট গ্রেপ্তার হন আজিজুর রহমান। এরপর গত ২৮ আগস্ট তার বিরুদ্ধে চট্টগ্রাম আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়। প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের হওয়া একটি সিআর মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয় বলে সেই নথিতে উল্লেখ রয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখাতে আজিজকে ৪ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগার হতে চট্টগ্রাম কারাগারে আনা হয়। কিন্তু আজিজের আইনজীবী দাবি করেন এ ধরনের কোনো মামলা তার মক্কেলের বিরুদ্ধে নেই। এরপর আদালত প্রশাসনিক কর্মকর্তাকে ওয়ারেন্টের সত্যতা যাচাইয়ের জন্য বলেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, প্রশাসনিক কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে ওয়ারেন্টটি ভুয়া এবং সেখানে থাকা জেলা ও দায়রা জজের সই জাল বলে উল্লেখ করা হয়। এরপর আজ (বুধবার) মামলাটির শুনানির দিন ধার্য ছিল। এদিন জেলা ও দায়রা জজ আদালত আসামিকে মামলাটিতে জামিন দেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়।
এমআর/এসকেডি