রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান খুলে চুরি : দুইজন কারাগারে
রাজধানীর পল্লবী থানার সেকশন-১০ এলাকার একটি বাসার রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান খুলে চুরির ঘটনায় গ্রেফতার দুইজনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আসামিরা হলেন- মো. মাসুদ আলী ও মো. শিমুল হাওলাদার। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, এদিন দুপুরে পল্লবী থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার (৫ এপ্রিল) বিকেলে পল্লবী এলাকা থেকে মো. মাসুদ আলীকে এবং সন্ধ্যায় রূপনগর এলাকা থেকে মো. শিমুল হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
পল্লবী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী ওয়াজেদ আলী বলেন, মামলা তদন্তের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মাসুদ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অন্যদিকে শিমুল হাওলাদারের কাছ থেকে বাদীর চুরি যাওয়া দুটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ২৮ মার্চ দিবাগত রাত একটা থেকে চারটার মধ্যে পল্লবী থানার সেকশন-১০ এলাকার একটি বাসার রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান খুলে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরের দল বাসা থেকে দুটি ল্যাপটপ, একটি মোবাইল ও এক লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় ৩১ মার্চ পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।
টিএইচ/জেডএস