করোনা আক্রান্ত ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তার মেয়েও।
বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক চিকিৎসকের তত্ত্বাবধানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী নিজেই বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পপুলার হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। গতকাল মেয়েসহ আমার করোনার রেজাল্ট পজিটিভ এসেছে। এখন মিরপুরের পল্লবীর বাসায় থেকে ঢাকা মেডিকেলের চিকিৎসক মোজাফ্ফর আহমদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছি। মেয়ে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে রেকর্ড ৭৪ জন মারা গেছেন। নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন।
এমএইচডি/জেডএস