ভাঙচুরের মামলায় জয়নুল-খোকনের হাইকোর্টে আগাম জামিন
বিএনপির মহাসমাবেশের দিন ভাঙচুরের ঘটনায় করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৮ নভেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রাকিবুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই দুই মামলায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহমুদ। এসময় জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট সগির হোসেন লিওনসহ বিএনপির আইনজীবীরা।
বিজ্ঞাপন
গত ২৮ অক্টোবর রাজধানীর রমনা থানায় ভাঙচুর ও নাশতকতার অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।
এমএইচডি/জেডএস