চট্টগ্রামে মাদক মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় মো. মহসিন (৩৪) নামে একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞার আদালত এ রায় ঘোষণা করেন। এদিন দণ্ডপ্রাপ্ত মহসিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা যায়, মহসিন ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার পশ্চিম পাড়া এলাকার শামসুল আলমের ছেলে। গত বছরের ১৫ ফেব্রুয়ারি তাকে ১৯২ বোতল এসকাফ সিরাফসহ গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করে র্যাব। মামলাটির তদন্ত শেষে গত বছরের ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করে ফটিকছড়ি থানা পুলিশ। এরপর আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা হয়।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে। তাকে ১৪ কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এমআর/এসএম