গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার কেন্দ্রীয় কেরানীগঞ্জ কারাগারে আসতে তারেক রহমানের বন্ধু দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন আল মামুনের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত তার আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

সোমবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। মামুনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আক্তার হোসেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী ঢাকা পোস্টকে বলেন, আমি শুনানিতে বলেছি সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে গিয়াস উদ্দিন আল মামুন ঢাকায় ফিরতে চান। এই মুহূর্তে তাকে কাশিমপুর থেকে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের কোনো সুযোগ নেই। আদালত শুনানি শেষে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

কারাবন্দি গিয়াস উদ্দিন আল মামুন দুর্নীতির অভিযোগে ওয়ান-ইলেভেনের সময় গ্রেফতার হন। এরপর থেকে বেশ কয়েকটি মামলায় ১৬ বছর ধরে কারাগারে রয়েছেন মামুন।

এমএইচডি/এমজে