সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লোহাগাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় হারুনুর রশিদ ওরফে বডি বিল্ডার হারুনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির এ রায় দেন। তবে এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। হারুনুর রশিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মৃত সিদ্দিকী আহমেদের ছেলে।

রায়ের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ আগস্ট লোহাগাড়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭(২) ধারায় মামলাটি দায়ের করেছিলেন এসআই মো. জাকির সিকদার। ২০২০ সালের ২৫ নভেম্বর আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু হয়। বিচারিক প্রক্রিয়ায় মামলাটিতে মোট ২৮ জন সাক্ষ্য দেন।

এমআর/জেডএস