বিএনপির ডাকা হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টে ও সুপ্রিম কোর্ট সংলগ্ন প্রধান সড়কে মিছিল সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে শতাধিক বিএনপিপন্থি আইনজীবী মিছিল শুরু করেন।

আইনজীবীদের মিছিলটি সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে হাইকোর্ট মাজার গেট দিয়ে প্রধান সড়কে প্রবেশ করে শিক্ষাভবন, কদম ফোয়ারা হয়ে সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে আইনজীবীদের মিছিল বাংলাদেশ বার কাউন্সিল সংলগ্ন গেট দিয়ে আবারো সুপ্রিম কোর্টে প্রবেশ করে।

এ সময় আইনজীবীরা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। তারা সরকারের পদত্যাগ ও নির্বাচনের তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবি জানান।

হরতাল সমর্থনে মিছিলে অংশ নেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, আইনজীবী কে এম জাবির, আইনজীবী ফেরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের কো-কনভেনর মোহাম্মদ আলী, আইনজীবী মোরশেদ আল মামুন লিটন, মনিরুজ্জামান আসাদ, মো. মাহবুবুর রহমান খান, শফিউল আলম মাহমুদ, মাহমুদ হাসান, শরীফ ইউ আহমেদ, জহিরুল ইসলাম সুমন, শহীদুল ইসলাম সপু, গাজী তৌহিদুল ইসলাম, পারভেজ হোসেন, কে আর খান পাঠান, সালমা সুলতানা সোমা, মো. মাকসুদ উল্লাহ, জামিউল হক ফয়সাল, মু. কাইয়ুম, গোলাম মোকতাদির উজ্জ্বল প্রমুখ।


এমএইচডি/এসকেডি