বিচারপতিদের নিয়ে কটূক্তি : চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
উচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে কটূক্তি করায় জাতীয় পার্টির মহাসচিব মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুল ইসলাম এ আবেদন দায়ের করেন। আবেদনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান বলেন, আবেদনে তাকে আদালতে সশরীরে হাজির করে বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গত ১১ নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, উচ্চ আদালতে সবচেয়ে বেশি প্রয়োজন ব্রিলিয়ান্ট লোকদের বিচারপতি হওয়া, কিন্তু সেখানে সবচেয়ে অযোগ্য লোক বিচারপতি হন। মেট্রিক থার্ড ডিভিশন, ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন, বিএ থার্ড ডিভিশন, সেন্ট্রাল ল কলেজে কোনোমতে টাইন্না-টুইন্না নাইটে পাস, সেও বিচারক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কয়েকজন আইনজীবীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে দলটির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একসময় তিনি এ মন্তব্য করেন।
এমএইচডি/জেডএস