একাধিক মামলায় ফখরুলসহ বিএনপির তিন নেতার জামিন আবেদন
মির্জা ফখরুল, আমীর খসরু ও জহির উদ্দিন- ফাইল ফটো
একাধিক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার জামিন চেয়ে আবেদন করা হয়েছে।
জামিন আবেদন করা বাকি দুজন হলেন, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
বিজ্ঞাপন
বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ আবেদন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে জানান, ১০ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ৯ মামলায় আমীর খসরু মাহমুদ ও ৬ মামলায় জহির উদ্দিন স্বপনের পক্ষে আমরা জামিন চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছি। এসব মামলায় তারা এজাহারনামীয় আসামি তবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়নি।
এনআর/এমএসএ