আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বন্ধ ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলনপন্থি (চরমোনাই) আইনজীবীদের সংগঠন ইসলামী আইনজীবী পরিষদ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ঢাকার নিম্ন আদালত এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গেলে পুলিশ সড়কে নামার মূল ফটক বন্ধ করে দেয়। এরপর মিছিলটি ঢাকা মহানগর ও জেলা দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হানিফ মিয়া বলেন, মীরজাফরকে সবাই ঘৃণা করে। কারো ছেলে হলে মীরজাফর নাম রাখে না। পক্ষান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে আজও সবাই স্মরণ করে। আজ আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে বাংলার মানুষকে প্রত্যাখ্যান করে নির্বাচন করছেন তাতে একদিন বাংলার মানুষও আপনাকে শাদ্দাদ, সাদ্দাম, হিটলারের মতো প্রত্যাখ্যান করবে। বাংলার মানুষ আপনাকে কেউ মনে রাখবে না।

ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হানিফ মিয়া, অ্যাডভোকেট মোশিউর রহমান, অ্যাডভোকেট শওকত আলী, অ্যাডভোকেট মিলন প্রমুখ।

এনআর/এসকেডি