শীতের দুর্ভোগ কমাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নারী আইনজীবী কল্যাণ সংস্থা (নাআকস)। সংস্থাটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের ক্রীড়া কমপ্লেক্স চত্বরে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণে অংশগ্রহণ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম  আমিন উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, বারের সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, নারী আইনজীবী কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট তৌফিকা করিম রেখা, সাধারণ সম্পাদক ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান, বারের সহ সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম উজ্জল প্রমুখ।

নারী আইনজীবী কল্যাণ সংস্থা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি সংগঠন।

এমএইচডি/এসএম