একটি আধুনিক বিচার ব্যবস্থা চাই : বার সম্পাদক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল বলেছেন, একটি আধুনিক বিচার ব্যবস্থা আমরা চাই। যে বিচার ব্যবস্থায় মামলাজট থাকবে না, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসময় লাগবে না। সেই কাঙ্ক্ষিত বিচার ব্যবস্থা গড়ে তুলতে তরুণ মেডিয়েটরদের ভূমিকা রাখতে হবে।
রোববার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) অ্যাক্রিডিটেড মেডিয়েটরদের ডিনার পার্টিতে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট বার সম্পাদকের সৌজন্যে এ ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বার সম্পাদক বলেন, বিচার ব্যবস্থা নিয়ে অনেক কষ্ট। কৃষকের জন্য, গরিব মানুষের জন্য অনেক কষ্ট হয়। সব শ্রেণিপেশার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের কাজ করে যেতে হবে। তরুণ মেডিয়েটরদের নিয়ে জুডিশিয়ারিকে, দেশকে বদলে দিতে চাই। মেডিয়েশন আন্দোলনকে এগিয়ে নিতে চাই। সবাই মিলে একটি আধুনিক, শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।
অ্যাক্রিডিটেড মেডিয়েটর ব্যারিস্টার নিশাত মাহমুদের সঞ্চালনায় ডিনার পার্টিতে ৪২ জন মেডিয়েটর অংশগ্রহণ করেন।
এমএইচডি/এসএসএইচ