করোনায় অকালে মারা গেলেন ব্যারিস্টার লিও সাহা
ব্যারিস্টার লিও সাহা কেনেডি
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লিও সাহা কেনেডি (৪০)। শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ব্যারিস্টার লিও সাহার মারা যাওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তার বন্ধু ব্যারিস্টার সৌমিত্র সরদার ও অ্যাডভোকেট কুমার দেবুল দে।
বিজ্ঞাপন
তারা বলেন, গত ৯ এপ্রিল লিও সাহা কেনেডির করোনার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই শুক্রবার মৃত্যুবরণ করেন।
আইনজীবী ব্যারিস্টার লিও সাহা কেনেডির জন্ম ভোলায়। তার বাবা ভোলা জজ কোর্টের একজন আইনজীবী। লিও সাহা কেনেডির স্ত্রী ও চার বছর বয়সের এক সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুসহ আরও ৬ আইনজীবী মারা গেছেন।
এমএইচডি/ওএফ/জেএস