হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা চেষ্টা ও চুরির মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আদালতে হাজির করেন। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

আদালতের সংশ্লিষ্ট হাজতখানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মতিঝিল ও পল্টন থানার পৃথক দুই মামলায় তার ১০ দিন করে রিমান্ড চাইবে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। এর মধ্যে ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় গত ৫ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ২ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামিও করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন। ওই মামলায় ১০ দিনের রিামান্ড চাইবে পুলিশ।

একই সঙ্গে ২০১৩ সালের মতিঝিল থানার শাপলা চত্বরের নাশকতা মামলায় মাওলানা মামুনুল হকের ১০ দিনের রিামান্ড চাইবে পুলিশ।

এর আগে ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় করা চুরি ও মারধরের মামলায় মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাতদিনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে হাজির করা হয়। ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছিল

মামুনুল ব্যক্তিগত জীবন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে হেফাজতের আন্দোলনসহ নানা কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন মাওলানা মামুনুল হক। নরেন্দ্র মোদির সফরের সময় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতায় দেশে ১৭ জনের মৃত্যু হয়। এসব সহিংসতার ঘটনায় সারাদেশে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে। মামুনুলকে এসব ঘটনার মূল ইন্ধনদাতা হিসেবে মনে করছে পুলিশ।

টিএইচ/এসএম