ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের সালিশ সম্পর্কিত কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব। তিনি আগামীকাল ১৩ মে হতে ১৬ মে পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘অলটারনেটিভ ডিসপুট রিসোল্যুশন উইক’ এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।

রোববার (১২ মে) ব্যারিস্টার সাকিব মাহবুব ঢাকা পোস্টকে বলেন, ‘এই কনফারেন্সটি বাণিজ্যিক আইন উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স এবং সিসিসি-আইসিএলপি ইন্টারন্যাশনাল এডিআর সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।’

কলম্বোর কোর্টইয়ার্ড ম্যারিয়টে অনুষ্ঠিত হতে যাওয়া সপ্তাহব্যাপী কনফারেন্সটি এই অঞ্চলের বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেন্টার এবং আইন অঙ্গনের প্রতিনিধিদের একত্রিত করবে। বাংলাদেশের একমাত্র নিবন্ধিত বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেন্টার, বাংলাদেশ আন্তর্জাতিক সালিশি কেন্দ্র (বিআইএসি) অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার জন্য ব্যারিস্টার সাকিব মাহবুবকে মনোনীত করেন। এডিআর সপ্তাহের ১ম দিনে সাকিব মাহবুব বিআইএসির অগ্রগতি ও অর্জন এবং বাংলাদেশে সালিশি ব্যবস্থার উন্নয়নের বিষয়ে উপস্থাপনা করবেন এবং ২য় দিনে তিনি শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে ‘এডিআরে বিচার বিভাগের ভূমিকা’ বিষয়ের ওপর একটি বিশেষজ্ঞ প্যানেলে বক্তৃতা প্রদান করবেন।

ব্যারিস্টার সাকিব মাহবুব বাংলাদেশের  সুনামধন্য ল-ফার্ম, মাহবুব অ্যান্ড কোম্পানির একজন পার্টনার এবং আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের এশিয়া প্যাসিফিক অঞ্চল কমিটির একজন অফিসার। তার বাবা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি।

এমএইচডি/এমএ