১৯৯৭ সালে পটুয়াখালীর এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানিক ওরফে আব্দুল মানিককে জামিন দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে মানিকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আরিফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ।

পরে আইনজীবী আরিফুল ইসলাম জানান, পটুয়াখালীতে ১৯৯৭ সালের ১৮ অক্টোবর একটি নৌডাকাতির ঘটনায় এক ব্যক্তি মারা যান। ওই ঘটনায় আবুল কাশেম নামের একজন মামলা করেন। এই মামলায় ১৯ অক্টোবর গ্রেফতার হন মানিক। সেই থেকে তিনি কারাগারে। এখন তার বয়স ৫৭।

তিনি আরও জানান, এই মামলার বিচার শেষে ২০০৬ সালের ২৪ আগস্ট মানিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে জেল আপিল করলে ২০১০ সালের ২ ডিসেম্বর হাইকোর্ট নিম্ন আদালতের বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মানিক। ওই আবেদন বিচারাধীন থাকা অবস্থায় তিনি জামিন আবেদন করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ ২৩ বছর ধরে কারাগারে থাকা মানিককে জামিন দিয়েছেন।    

এমএইচডি/জেডএস