হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের রিমান্ড শেষে কারাগারে
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে পল্টন থানায় দায়ের করা নাশকতা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য জানিয়েছে। এর আগে আবদুল কাদেরকে পাঁচদিনের রিমান্ডে পাঠান আদালত।
বিজ্ঞাপন
সূত্র জানায়, ২০১৩ সালের পল্টন থানার নাশকতা মামলায় তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম পাঁচদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আবদুল কাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৪ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বিজ্ঞাপন
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। এসব মামলায় আব্দুল কাদেরকেও আসামি করা হয়।
টিএইচ/এমএইচএস/জেএস