রাজধানীর বংশা‌লে রিকশাচালককে নির্যাতনের দায়ে গ্রেফতার সুলতান আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

রোববার (৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখার এএসআই তাজমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ আসামি সুলতান আহমেদের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৫ মে বংশাল থানায় প্রসিকিউস মামলায় দিয়ে তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক মো. আলী রেজা মামুন তাকে আদালতে হাজির করেন। একইসঙ্গে ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিকশাচালককে নির্যাতনের অভিযোগে মঙ্গলবার (৪ মে) সুলতান নামে ওই ব্যক্তিকে আটক করে বংশাল থানা পুলিশ। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিকশাচালককে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। 

টিএইচ/এসএসএইচ