প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য : বিএনপি নেতার জামিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবর রহমান চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ মে) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রবিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান মিলন।
বিজ্ঞাপন
মামলার অভিযোগে বলা হয়, জেলার নালিতাবাড়ি উপজেলার পলাশিকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে গত বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন মজিবর রহমান চৌধুরী। এরপর তা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এ ঘটনায় নালিতাবাড়ি থানায় মামলা হয় গত বছরের ২২ ডিসেম্বর। পরদিন তাকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে তিনি কারাবন্দি।
এ অবস্থায় হাইকোর্টে তিনি জামিন আবেদন করেন এবং মুক্তি পান।
বিজ্ঞাপন
এমএইচডি/এফআর