সাংবাদিক রোজিনাকে ঘসেটি বেগমের সঙ্গে তুলনা রাষ্ট্রপক্ষের আইনজীবীর
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ভূমিকাকে ইতিহাসের খলনায়ক ঘসেটি বেগমের সঙ্গে তুলনা করে বক্তব্য দিয়েছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন হিরণ জামিন আবেদনের বিরোধিতা করে শুনানিতে রোজিনাকে ঘসেটি বেগমের সঙ্গে তুলনা করেন। যদিও পরবর্তীতে নিজের পক্ষে সাফাই গেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ শুনানি শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বলেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একান্ত সচিবের রুমে থাকা অবস্থায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রোজিনাকে বলতে শোনা যায় ‘আমি ভুল করেছি, আমি মুচলেকা দেই’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওসহ তথ্য উপাত্ত দাখিল করতে সময় চেয়ে জামিন শুনানি পেছানোর আবেদন করি। এরপর শুনানি শেষে বিচারক প্রয়োজনীয় ডকুমেন্টসহ জামিনের আদেশের জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেন।’
শুনানিতে সাংবাদিক রোজিনা ইসলামকে ঘসেটি বেগমের সঙ্গে কেন তুলনা করেছেন? জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আসামি পক্ষের শুনানির পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম নবাব সিরাজউদ্দৌলার সময় ঘসেটি বেগমরা প্রাসাদ ষড়যন্ত্র করেছিল। আসামি পক্ষের কথার ভিত্তিতে এ কথা বলেছি। তবে আমি সাংবাদিক রোজিনাকে ঘসেটি বেগম বলিনি। এটা উদাহরণ দিতে গিয়ে বলেছি।
বিজ্ঞাপন
টিএইচ/এসকেডি