সাংবাদিক জিহাদকে ধাক্কা : কাভার্ডভ্যান চালক রিমান্ডে
রাজধানীর কাকরাইলে সাংবাদিক নেতা জিহাদুর রহমান জিহাদের সড়ক দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান চালক মো. হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, রমনা থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ডের আদেশ দেন।
জিহাদুর রহমান জিহাদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক ও বিটিভির রিপোর্টার। গত শুক্রবার (২১ মে) সকাল ১০টার দিকে কাকরাইল মোড়ে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি আহত হন। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
টিএইচ/আরএইচ