মঙ্গলবার (১ জুন) থেকে প্রধান বিচারপতির নেতৃত্বে সপ্তাহের সব কার্যদিবসে আপিল বিভাগ ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন। সোমবার (৩১ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিধিনিষেধ চলাকালীন গত ১২ এপ্রিল থেকে সীমিত পরিসরে সপ্তাহে তিন দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করে আসছিলেন।

করোনাসহ যেকোনো প্রতিকূল পরিস্থিতে বিচারকাজ অব্যাহত রাখতে ২০২০ সালের ৯ মে রাষ্ট্রপতি আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করেন। গত বছরের ১০ মে থেকে ভার্চুয়ালি আদালতে বিচারকাজ শুরু হয়। 

ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে জাতীয় সংসদে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল- ২০২০ পাস করে। আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন পাসের কারণে ভবিষ্যতেও দেশের যেকোনো বিশেষ পরিস্থিতে শারীরিক উপস্থিতি ব্যতীত ভার্চুয়ালি আদালত পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। 

এমএইচডি/ওএফ