সাবেক মন্ত্রী-এমপি-সচিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামসহ ১৫ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন- নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ, তাজুল ইসলামের স্ত্রী হাসু ইসলাম, তাদের সন্তান ধানাদ ইসলাম দীপ্ত, ফারাহ ইসলাম প্রভা ও শামা ইসলাম, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার, ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সৈয়দ ওয়াসেক মো. আলী, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা খায়ের, আব্দুল আজিজ এবং মো. মাসুদুর রহমান শাহ।
বিজ্ঞাপন
এদিন দুদকের পক্ষে পৃথক ছয়টি আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আবেদনগুলোতে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক। আবেদনের ওপর শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এনআর/এমজে