চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার নাশকতা মামলায় কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সোমবার (৭ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার ভার্চুয়াল আদালতে এ আবেদন করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রামের পুলিশ সুপার শাহ নেওয়াজ খালেদ। তিনি বলেন, আদালত আগামী ১০ জুন (বৃহস্পতিবার) রিমান্ড আবেদন শুনানির জন্য রেখেছেন।

এর আগে রোববার (৬ জুন) চট্টগ্রামের আকবরশাহ থানার নাশকতার এক মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এরপর রাষ্ট্রদ্রোহের দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে নাশকতা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলায় আসামি হন আসলাম।

কেএম/জেডএস