বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঢাকা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা জেলা জজ কোর্টের স্টেনোটাইপিস্ট রেজোয়ান খন্দকারকে।
রোববার (৬ জুন) ঢাকা জজশিপ মিনিস্টিয়াল কর্মচারী কল্যাণ সমিতিতে এক সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মো. মামুন ও সাধারণ সম্পাদক কাজী মো. ছালাউদ্দিন।
বিজ্ঞাপন
কমিটিতে সাইবার ট্রাইব্যুনাল ঢাকার বেঞ্চ সহকারী মো. শামীম আল মামুন ও ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটারে অপারেটর মো. কামাল হোসেনসহ ২৫ জনকে যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়েছে।
সদস্য সচিব করা হয়েছে ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী নাজির মো. আনোয়ার হোসেনকে। এছাড়া ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেনসহ ২৪ জনকে সদস্য করা হয়েছে।
বিজ্ঞাপন
টিএইচ/এসকেডি