জামিন চেয়ে আপিল মোহাম্মদপুরের ‘সুলতানের’
র্যাবেরর হাতে গ্রেপ্তার তারেকুজ্জামান রাজি/ ফাইল ছবি
অর্থপাচার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদপুরের ‘সুলতান’ খ্যাত তারেকুজ্জামান রাজিব জামিন চেয়ে হাইকোর্টে আপিল করেছেন।
বুধবার (৬ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
আদালতে আসামিপক্ষে ছিলেন- আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পরে আমিন উদ্দিন মানিক জানান, গত বছরের ১২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসাসহ সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে ১৮ কোটি ৪০ লাখ ২৭ হাজার ১৯২ টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করে সিআইডি। সেই মামলায় একই বছরের ২৬ জুলাই তার জামিন আবেদন খারিজ করে দেন মহানগর দায়রা জজ আদালত। ওই খারিজাদেশের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চান রাজীব। আজ শুনানি শেষে আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন। এখন আপিল প্রস্তুত হলে এর ওপর শুনানি হবে বলেও জানান এ ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
বিজ্ঞাপন
মামলায় রাজীবের বিরুদ্ধে চার বছর কাউন্সিলরের দায়িত্ব পালনকালে অবৈধভাবে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, গরুর হাটের টেন্ডারবাজি, অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে বাড়ি, জমি, ফ্ল্যাট ক্রয়, নামে-বেনামে প্রতিষ্ঠান খুলে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১৯ অক্টোবর ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের’ অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে রাজীবকে গ্রেপ্তার করে র্যাব।
তাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরে তার বাসা ও অফিসে রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে র্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা হয়।
এরপর রাজীবের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৬ কোটি ১৬ লাখ ৩৬ হাজার টাকার সম্পদ পাওয়ার অভিযোগে গত ৬ নভেম্বর মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
যুবলীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রাজীব। গ্রেপ্তারের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এমএইচডি/এফআর