ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকার আদালত বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।

মঙ্গলবার (২২ জুলাই) সংগঠনের সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ বিবৃতিতে বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের অধিকাংশই কোমলমতি শিশু। এ দুর্ঘটনা কেবল জীবন থামিয়ে দেয়নি, বরং গোটা জাতিকে নাড়া দিয়েছে। এমন মৃত্যু কারোরই কাম্য নয়। এটা আমাদেরর জন্য অপূরণীয় ক্ষতি। 

নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের নেতারা। আল্লাহ যেন তাদের শোক সইবার শক্তি দেন। পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

এনআর/এমএ