সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে খালাস মুফতি ইজহারুল ইসলাম
ফাইল ছবি
সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় খালাস পেয়েছেন চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার মহাপরিচালক ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। একই মামলায় আরও সাতজনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক আবু হান্নান এ রায় দেন।
বিজ্ঞাপন
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবদুস সাত্তার সরোয়ার জানান, আসামিদের বিরুদ্ধে সাক্ষীরা অপরাধ প্রমাণ করতে পারেননি। এজন্য আদালত আসামিদের খালাস দিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খালাস পাওয়া আসামিরা হলেন— মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর রাউজান রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে র্যাব। সেদিন ঘটনাস্থল থেকে ধর্মীয় বইসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে ওই ঘটনায় মুফতি ইজহারসহ আটজনের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
আরএমএন/এসএসএইচ