ফাইল ছবি

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন নামঞ্জুরের পরও ডাকাতি ও বিস্ফোরক মামলায় আসামিকে জামিন দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে এ ধরনের শৃঙ্খলা পরিপন্থি কাজের কারণে কেন আইনগত কার্যধারা গ্রহণ করা হবে না তা নিয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কর্মরত থেকে গত ১ জুলাই কদমতলী থানার ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৫ ধারার মামলায় হাজতি আসামি মো. নাজমুলকে জামিনে মুক্তির আদেশ দেন। এই আসামির গত ১৭ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন নামঞ্জুর করা হয়। মহানগর দায়রা জজ কর্তৃক জামিন নামঞ্জুর হওয়া সত্ত্বেও স্পর্শকাতর ডাকাতি ও বিস্ফোরক মামলার হাজতি আসামি মো. নাজমুলকে মাত্র ১৫ দিনের ব্যবধানে জামিনে মুক্তির আদেশ প্রদান করে বিচার বিভাগীয় নৈরাজ্যের জন্ম দিয়েছেন। মহানগর দায়রা আদালত জামিন নামঞ্জুর করার কয়েক দিনের মাথায় একই আসামির জামিন দেওয়া বিচারিক শৃঙ্খলার পরিপন্থি।

এনআর/এসএসএইচ