প্রধান বিচারপতির সান্নিধ্যে সুইডেন ও নরওয়ের ৯ তরুণ রাজনীতিবিদ
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেন ও নরওয়ের ৯ জন তরুণ রাজনীতিবিদ।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এসময় দুই দেশের তরুণ রাজনীতিবিদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি স্টিফান লিলার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি অতিথিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএইচডি/এসএসএইচ