দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আগামী ১৯ অক্টোবর খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। রীতি অনুযায়ী সেদিন সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে আইনজীবী ও বিচারপতিদের মিলনমেলা।

বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। এ উপলক্ষে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনকে সাজানো হচ্ছে।

বুধবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়, দেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত 'সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

এমএইচডি/বিআরইউ